স্কিন কেয়ারে যত্ন নিতে নিতে আমরা অনেক সময় আন্ডারআর্ম এর কথাই ভুলে যাই। অথচ, স্কিনকেয়ারের পুরো সৌন্দর্য তখনই পূর্ণতা পায় যখন প্রতিটা অংশই পায় সমান যত্ন।
আর গরমে, ঘামে আর ফ্রিকশন এ যদি আন্ডারআর্ম হয়ে যায় কালচে, সাথে যদি যোগ হয় দুর্গন্ধ—তাহলে কনফিডেন্সেই লাগে ধাক্কা!
তাই আজ কথা বলি এমন একটি রোল অন সিরাম নিয়ে যেটা শুধু ফ্রেশ ঘ্রাণই না, স্কিনকে করে সফট ও লাইট!
WishCare Under Arm Roll On Serum (Aqua Fresh)
এই ছোট্ট কিন্তু পাওয়ারফুল বোটলটিতে আছে এমন কিছু উপাদান যা একসাথে কাজ করে আন্ডারআর্মকে রাখে:
5% AHA & 3% Kojic Acid: স্কিন এক্সফোলিয়েট করে, কালচে ভাব দূর করে
Hyaluronic Acid: স্কিনে দেয় হাইড্রেশন
Licorice & CICA: স্কিনকে করে শান্ত ও কোমল
🩵ডার্ক আন্ডারআর্ম লাইট করে
🩵ঘামের দুর্গন্ধ নিয়ন্ত্রণে রাখে
🩵রিফ্রেশিং অ্যাকোয়া ঘ্রাণ
🩵নো হার্শ কেমিক্যাল, Beauty Maven Inbox at Beauty Maven
#wishcare #rollon #everyonefollowershighlights #beautymaven
Original post: View on Facebook