Beauty Maven এক্সফোলিয়েশন ও এক্সফোলিয়েন্ট আসলে কী? কিভাবে কাজ করে?
স্কিনকে যদি স্মুথ, ক্লিন আর গ্লোয়িং রাখতে চান, তাহলে এক্সফোলিয়েশন অনেক জরুরি একটা স্টেপ। কিন্তু অনেকে জানে না এটা আসলে কী বা কেন দরকার। চলুন সহজভাবে জেনে নিই!
এক্সফোলিয়েন্ট মানে কী?
এক্সফোলিয়েন্ট হল সেই সব উপাদান যা ত্বকের উপরে জমে থাকা মৃত কোষ (dead skin cells) তুলে ফেলে। আর এই পুরো প্রক্রিয়াটাই এক্সফোলিয়েশন।
আমাদের ত্বক সাধারণত নিজে থেকেই ২৮ দিনে একবার করে ডেড সেলস ঝরিয়ে ফেলে। কিন্তু বয়স বাড়া, খাবারে পুষ্টির ঘাটতি বা পলিউশনের কারণে এই প্রক্রিয়া ধীর হয়ে যায়। তখনই এক্সফোলিয়েন্ট প্রোডাক্টের দরকার হয়।
কারণ, যদি ডেড সেলস স্কিনে জমে থাকে তাহলে স্কিন হয়ে যায় রাফ, ডাল আর ব্রণ হওয়ার আশঙ্কাও বেড়ে যায়।
এক্সফোলিয়েন্টের দুই ধরন আছে:
১। ফিজিক্যাল এক্সফোলিয়েন্ট (স্ক্রাব টাইপ):
– দানাদার বা দানাদার-মতো টেক্সচারের প্রোডাক্ট, যা হালকা ঘষে ত্বক থেকে ডেড সেল সরিয়ে দেয়।
২। কেমিক্যাল এক্সফোলিয়েন্ট (এসিড বেসড):
– এসব প্রোডাক্ট ঘষে না, বরং ডেড সেলের মাঝে থাকা ‘গ্লু’ গলিয়ে দেয়, যাতে ডেড সেলস সহজে আলাদা হয়ে যায়।
– যেমনঃ AHA, BHA, PHA, Mandelic Acid, Lactic Acid
কার দরকার এক্সফোলিয়েশন?
সবারই দরকার, কিন্তু যারা একটু বয়স্ক বা যাদের স্কিন dull/rough তারা বেশি উপকার পাবে।
তবে প্রতিদিন না—সপ্তাহে ১-২ দিন করলেই যথেষ্ট। এজিং স্কিন হলে ৩-৪ দিন করা যায়।
কিছু সাধারণ ভুল, যেগুলো অনেকেই করে:
– প্রতিদিন এক্সফোলিয়েট করা (স্কিন ড্রাই বা সেনসিটিভ হয়ে যেতে পারে)
– মনে করা সব স্ক্রাব খারাপ (সত্যি বলতে, সব স্ক্রাব খারাপ না; কেমন স্ক্রাব আর কীভাবে ব্যবহার করছেন সেটা গুরুত্বপূর্ণ)
– এক্সফোলিয়েশনের পর সানস্ক্রিন না দেওয়া (এইটা খুব বড় ভুল, স্কিন তখন বেশি সেনসিটিভ থাকে)
এক্সফোলিয়েশন গাইডলাইন (সহজ ভাষায়):
– নতুন শুরু করছেন? PHA, Mandelic বা Lactic Acid দিয়ে শুরু করুন।
– অয়েলি/ব্রণপ্রবণ স্কিন? BHA (যেমন Salicylic Acid) ভালো লাগতে পারে। তবে প্রতিদিন নয়, সপ্তাহে ২–৩ দিন।
– রাফ বা পিগমেন্টেড স্কিন? AHA (Glycolic/Lactic) ইউজ করতে পারেন।
– সাধারণ স্কিন: সপ্তাহে ১–২ বার
– এজিং স্কিন: ৩–৪ দিন করলেও চলে
শেষ কথা:
এক্সফোলিয়েশন স্কিনের জন্য দরকারি, কিন্তু সেটা বুঝে-শুনে, পরিমিতভাবে করতে হবে।
ঠিকমতো করলে স্কBeauty Maven ি, স্মুথ আর ন্যাচারালি গ্লো করবে।
Beauty Maven
Original post: View on Facebook